রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

আযানের জবাব দিলে যে প্রতিদান পাওয়া যাবে।

আযানের জবাব দিলে যে প্রতিদান পাওয়া যাবে।
রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ
❝যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে আযানের উত্তর দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।❞
(সহীহ মুসলিমঃ ৩৮৫)Image result for আযান"
সুবহা’নাল্লাহ! জান্নাত ওয়াজিব হয়ে যায়!
মাত্র ৩-৪ মিনিটেই এতো সহজ একটা আমল হেলাফেলা করে বাদ দেওয়া মোটেও ঠিকনা। আর এজন্যতো আলাদা কোনো দু'আও মুখস্থ করা লাগছেনা, শুধু মুয়াজ্জিনের সাথে সাথে অন্তরে বিশ্বাস ও খেয়াল রেখে কথাগুলো বলবেন। আমরা চেষ্টা করলে আজকে থেকেই এই আমল করার অভ্যাস গড়ে তুলতে পারবো ইন-শা-আল্লাহ।
.
আযান শুনলে তার উত্তর দিবো কিভাবে?
মুয়াজ্জিন আযানে যা যা বলবে তার সাথে সাথে তাই বলতে হবে, শুধুমাত্র যখন ❝হাইয়্যা আলাস সালাহ❞ ও ❝হাইয়্যা আলাল ফালাহ❞ বলবে, তখন তার উত্তরে সেটা না বলে বলতে হবেঃ
.
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
.
উচ্ছারনঃ ❝লা হাউলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ❞।
.
ফযরের আযানে যখন ❝আস-সালাতু খায়রুম-মিনান-নাওম❞ বলবে, তার জবাবে ❝আস-সালাতু খায়রুম-মিনান-নাওম❞ ই বলতে হবে।
এটা হচ্ছে আযানের উত্তর দেওয়ার নিয়ম। আযান শুনতে পেলে তার জবাব দেওয়া গুরুত্বপূর্ণ একটি সুন্নত। আমরা চেষ্টা করি অত্যন্ত সহজ এই সুন্নত আমলটি করার জন্য।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: