
গতকাল বিকেলে ৯ নং ওয়ার্ডের এতিম স্কুল রোড এলাকার কিছু যুবক হাতধোয়া কর্মসূচির আয়োজন করে। রাস্তায় দাঁড়িয়ে তারা এলাকাবাসীকে কীভাবে হাত ধুতে হয় তা শেখাচ্ছিল। এসময় পার্শ্ববর্তী কাজলশাহ এলাকার গিয়াস মিয়া নামক একজনের হাত ধুয়ে দেওয়ার চেষ্টা করে এক যুবক। এতে ক্ষেপে গিয়ে ওই যুবকদের গালিগালাজ করেন তিনি।
এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। এতিম স্কুল রোড ও কালজশাহ এলাকার লোকজন মুখোমুখি অবস্থান নেয়। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এতিম স্কুল রোডের একদল যুবক গিয়াস মিয়ার বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে আশপাশের বেশকিছু দোকান। কাজলশাহ এলাকার বাসিন্দারা পাল্টা আক্রমণ করলে তা রূপ নেয় তুমুল সংঘর্ষে।
এক পর্যায়ে পুলিশ এসে লাঠিচার্জ করে উভয়পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। আহতদের হাসপাতারে নিয়ে যাওয়া হয়।
0 coment rios: