করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব কর্মসূচি বাতিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।


তিনি বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশ স্থবির হয়ে পড়েছে। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। সেই প্রেক্ষাপটে এবারের স্বাধীনতা দিবসে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমাদের দলের যত প্রোগ্রাম ছিল সব বাতিল করা হল। বাস্তবতাকে এড়িয়ে আমরা কোনো কাজ করবো না।
করোনাভাইরাসে দেশের পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলার সরঞ্জাম আমাদের কাছে নেই এটা বলা যাবে না। তবে যেটুকু ঘাটতি আছে তা সংগ্রহ করা জন্য চেষ্টা চলছে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধিদের আরও কার্যকর ভূমিকা নিতে হবে। কারো শরীরে উপসর্গ দেখা দিলে দ্রুত তা আমাদেরকে জানাতে হবে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। শেখ হাসিনা সরকার এ বিষয়ে যথেষ্ট সতর্ক।
0 coment rios: