এবার রেল যোগাযোগ বন্ধের ঘোষণা আসছে। দেশজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইতোমধ্যে সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শিগগিরই বন্ধ করা হবে বাকিগুলো। ২৬ মার্চ থেকে দেশে সব ধরনের ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। রেলওয়ে মহাপরিচালক মো. শামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


গতকাল সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় বেড়ে যায় ট্রেনের যাত্রীসংখ্যা। কমলাপুর রেলস্টেশনে ভিড় করে হাজারো মানুষ। এক পর্যায়ে তা ঈদের ছুটিতে বাড়ি ফেরার দৃশ্যে রূপ নেয়।
রেলওয়ে মহাপরিচালক জানান, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। আমরাও বিষয়টা নিয়ে সিরিয়াসলি ভাবছি। আপাতত লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে। শিগগিরই অন্যগুলো বন্ধ করা হবে। ভাইরাসটি যাতে সব অঞ্চলে ছড়িয়ে না পড়ে সেজন্য আমরা খুবই সতর্ক।
তিনি আরো বলেন, ট্রেন যোগাযোগ বন্ধ করার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারাও ধীরে ধীরে বন্ধ করার পক্ষে মত দিয়েছেন।
0 coment rios: