করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ বুধবার থেকে দুইজনের একসঙ্গে চলা নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ দুইজন বা তার চেয়ে বেশি লোক একসঙ্গে জড়ো হতে পারবেন না। এমনটা দেখলেই সশস্ত্র বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।


এ ছাড়া অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না। গেলেও নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।
এদিকে সরকারের পক্ষ থেকে জনগণকে সচেতন হতে বারবার অনুরোধ করা হলেও তা অনেকেই মানছেন না। অধিকাংশই ছুটির আমেজ নিয়ে বাড়ি ফিরেছেন। কারো মধ্যে সচেতনতা লক্ষ্য করা যায়নি।
বড় বড় ধর্মীয় আলেমরা বাড়িতে বসে নামাজ পড়ার আহ্বান জানালেও তা অনেকে মানছেন না। তারা মসজিদে গিয়েই নামাজ আদায় করছেন। এতে ভাইরাসটি সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে।
দেশের এমন পরিস্থিতিতে এসব নির্দেশনা নিশ্চিত করতেই আজ থেকে পুরোদমে মাঠে নেমেছে সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ সশস্ত্র বাহিনীর অন্য সদস্যরা।
এরমধ্যে পুরো দেশের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে থাকবে সেনাবাহিনী। নৌবাহিনী নিয়ন্ত্রণ করবে উপকূলীয় এলাকাসমূহ। বিমানবাহিনী নিশ্চিত করবে জরুরি ওষুধ সরবরাহ ও চিকিৎসা সেবা
0 coment rios: