সিলেট শহরের হাউজিং এস্টেট এলাকার এক বৃদ্ধ হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। বৃদ্ধের ছেলে গত ১৪ মার্চ যুক্তরাজ্য থেকে ফিরেছিলেন।
ওই বৃদ্ধ (৬৫) দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। তাকে নিয়মিত ডায়ালিসিস করাতে হতো। ছেলে বাড়ি ফেরার একদিন পরই বাবার শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিলেট কিডনি ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাকে বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেন।
এরপর থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে থাকতেন। সব নিয়মকানুনও মেনে চলছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গতকাল রাতে তার মৃত্যু হয়।
স্থানীয় কাউন্সিলর লোদী জানান, বিষয়টা জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। স্থানীয় করোনাভাইরাস প্রতিরোধ কমিটিও জানতেন। তারপরও লাশের নমুনা পরীক্ষা না করিয়েই নগরের মানিক পীরের টিলায় দাফন করা হয়েছে।
0 coment rios: