মাস্ক না পরে রাস্তার বের হওয়ার কারণে রাজবাড়ী জেলায় পথচারীদের কান ধরে উঠবস করাতে দেখা গেছে। পুলিশ বলছে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কঠোর অবস্থানে যাওয়ার অংশ হিসেবে প্রশাসন এ কাজ করেছে।
বুধবার বিকাল থেকে জেলার প্রতিটি পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়াও রাজবাড়ীতে মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন সেনা। ওষুধ ও কাঁচাবাজার ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। শহরের বড়পুল, পাবলিক হেলথ, পান্নাচত্বর, রেলগেট, বাশহাটা এলাকাসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের কড়া অবস্থানে দেখা গেছে। এসময় মাস্ক পড়া না থাকলে জনগনকে কান ধরে উঠবস করানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, ‘করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতামূলক অনেক কিছু করা হয়েছে। এখন জাতীয় স্বার্থে কঠোর না হয়ে উপায় নেই।’
রাজবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর শেখ তিতু বলেন, ‘জনসচেতনতায় আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা কাজ করছে। সবাইকে নিজের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কয়েকজনকে শাষণ করলে অন্যরা তাকে দেখে সচেতন হবে।’
রাজবাড়ী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওমর শরীফ জানান, ‘জনগণের নিরাপত্তা ও সচেতনতায় মাঠ পর্যায়ে কাজ করছে ডিবি টিম। সবাইকে জনস্বাস্থ্য রক্ষায় নির্দেশিত আদেশ মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।’
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, ‘করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। এখন আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলার করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত সোমবার বিকাল থেকে জেলার সব হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন না থাকলে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে।’
শেয়ার করুন
0 coment rios: