রাজশাহীতে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে হৃদরোগে এক ভারতীয় নারীর মৃত্যু হয়েছে। সোমববার ভোরে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের গণকের ডাইং গ্রামে মারা যান তিনি।


নিহত নবিজান বেগম (৬০) ভারতের উত্তর প্রদেশের শিবধাত গ্রামের বাসিন্দা মহিবুলের স্ত্রী। গত ১১ মার্চ স্বামীর সঙ্গে বৈধ উপয়ে রাজশাহীতে ভাই শহিদুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে হঠাৎ ওই বৃদ্ধা মারা গেলে গোটা এলাকাজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে যায় এবং ওই বৃদ্ধার মরদেহ পরীক্ষা-নিরীক্ষা করে। পরে জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তালেব জানান, ওই নারীর মরদেহ পরীক্ষা-নিরীক্ষা, আগের চিকিৎসা ব্যবস্থাপত্র ও পরিবারের তথ্য অনুযায়ী জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার শ্বাসকষ্ট ছিল। এর জন্য তিনি নিয়মিত ওষুধও সেবন করতেন। ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতারুজ্জামন বলেন, চিকিৎসকরা ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করার পর দুপুর ১২টার দিকে স্বজনরা তার মরদেহ দাফন করেন।
0 coment rios: