মরণঘাতী করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানের বিখ্যাত কৌতুক অভিনেতা কেন শিমুরা (৭০)।
গতকাল
রোববার টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি। কেন শিমুরা
বাংলাদেশে ‘কাইশ্যা’ নামে পরিচিত। একটি ইউটিউব চ্যানেলের বদৌলতে তিনি সবার কাছে এই
নামে পরিচিত।বার্তা
সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন কৌতুক
অভিনেতা কেন শিমুরা।
এরপর তাকে জাপানের রাজধানী টোকিওর একটি হাসপাতালে ভর্তি করা
হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার তিনি মারা যান।ওয়ার্ল্ডোমিটারের
তথ্যানুযায়ী, জাপানে এ পর্যন্ত ১ হাজার ৮৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর
মধ্যে মারা গেছেন ৫৪ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৪২৪ জন।অন্যদিকে, বিশ্বব্যাপী মরণাঘাতী এ ভাইরাসটিতে এখন পর্যন্ত ৭ লাখ ২৩ হাজারের বেশি
মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৩৪ হাজার। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ
হয়েছেন দেড় লাখের বেশি মানুষ।
0 coment rios: