রবিবার, ১২ এপ্রিল, ২০২০

মৃত্যুর দুই দিন পর জানা গেল করোনা আক্রান্ত ছিলেন

চট্টগ্রামে নতুন করে দুই জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে। এর মধ্যে এক জন দুই দিন আগেই মারা গেছেন। 

গতকাল শনিবার রাতে ফৌজদার হাট সংলগ্ন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর এ তথ্য জানা যায়।বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির গণমাধ্যমকে জানান, নতুন করে যে দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে, তাদের এক জন আগেই মারা গেছেন। মৃত ব্যক্তির বাড়ি জেলার সাতকানিয়া উপজেলার আলীনগরের ইছামতি এলাকায়। 

তার বয়স ছিল ৬৯ বছর।এ ছাড়া অন্যজন নগরীর পাহাড়তলী এলাকার সিডিএ মার্কেটের সবজি বিক্রেতা। ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্তের রিপোর্ট আসার পর স্থানীয় প্রশাসন পাহাড়তলী এলাকার ৫টি বাড়ি লকডাউন করে দিয়েছে।চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, আক্রান্ত ওই বৃদ্ধ গত বৃহস্পতিবার সাতকানিয়ায় নিজ বাড়িতে মারা যান। 

মৃত্যুর পর ওইদিন রাতেই তার মরদেহ সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ-আলম জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির পরিবারের সদস্যদের সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: