দেশে প্রাণঘাতী
করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার মোকাবেলায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে আর দেরি
করা সাজে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার দুপুরে
অনলাইনে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিফ্রিংয়ে যুক্ত হয়ে
তিনি এ কথা বলেন।করোনাভাইরাস মোকাবেলায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে শৈথল্যের বিষয়ে
সকলকে সতর্ক করে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আর বেশি সময় নেওয়া যাবে না।
প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধ করার এখনই
সময়। আর দেরি করা সাজে না।তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে সারাবিশ্বের তুলনায়
বাংলাদেশ ভালো আছে।
প্রতিবেশী দেশগুলোর অবস্থাও ভালো। এভাবেই
আমরা ভালো থাকতে চাই। তবে সেটা সম্ভব যদি সবাই কোয়ারেন্টাইন মেনে ঘরে অবস্থান করে।
একে অপরের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখে।
সংক্রমণ প্রতিরোধের সকল নিয়ম-কানুন মেনে
চলে।এর আগে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো পাঁচজন
করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন।
ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে
দাঁড়ালো ৬১ জনে। তবে নতুন করে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ৬ জনেই রয়েছে।
আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিলে গেছেন মোট ২৬ জন।
0 coment rios: