চলতি ১৪৪১ হিজরি সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। গতকাল শনিবার প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ২৫ এপ্রিল প্রথম রোজা ধরা হয়েছে। তবে প্রথম রোজা চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলে উল্লেখ করা হয়েছে।ইফার সূচি অনুযায়ী ২৫ এপ্রিল শনিবার যদি রোজা শুরু হয়, তাহলে আগেও দিন শুক্রবার সেহরি খেতে হবে।
সূচিতে সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে। আর সুবহে সাদিকের ৩ মিনিট পর ফজরের ওয়াক্ত শুরুর সময় ধরা হয়েছে।
ইফার সূচি অনুযায়ী ২৫ এপ্রিল প্রথম রোজা হলে ঢাকা ও আশপাশের এলাকায় ভোর ৪টা ৫ মিনিটের মধ্যে সেহরি খেতে হবে। পরদিন সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে ইফতার করতে হবে।
সরকারের এ সংস্থাটি বলেছে, সতর্কতামূলভাবে সেহরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। অন্যদিকে, সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
আরবি বর্ষপঞ্জি অনুযায়ী ৯ম মাসকে পবিত্র রমজান মাস হিসেবে পালন করা হয়। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে সাওম বা রোজা ৩য়। মহিমান্বিত এ মাসেই নাজিল হয়েছে হেদায়াত ও যাবতীয় সমস্যা সমাধানের কিতাব আল-কুরআন।
0 coment rios: