প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণ অব্যাহত আছে বিশ্বজুড়ে। প্রতি মুহূর্তেই বাড়ছে লাশের সংখ্যা, আক্রান্ত হচ্ছেন আরো হাজার হাজার মানুষ। সবশেষ খবর (মঙ্গলবার সকাল ৯টা) অনুযায়ী, পৃথিবীজুড়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ৫৩০ জন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮০ হাজার


এই মহামারি ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রায় সবগুলো দেশে। এখন পর্যন্ত ১৯৫টি দেশ বা অঞ্চলের মানুষকে আক্রমণ করেছে এই ভাইরাস। আশার কথা হল, আক্রান্তের মধ্যে ১ লাখ ২ হাজার মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। অসুস্থ অবস্থায় আছেন ২ লাখ ৬ হাজার মানুষ। আক্রান্ত প্রায় সব দেশই এই ভাইরাসের চিকিৎসা ব্যবস্থা উন্নততর করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।
যারা বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন তাদের মধ্যে সংকটাপন্ন আছেন ১২ হাজার। স্থিতিশীল পর্যায়ে আছেন ২ লাখ ৪৮ হাজার।
এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা চীনেই সর্বোচ্চ। দেশটিতে ৮১ হাজার ১১৭ জন মানুষ করোনাভাইরাসের আক্রমণের শিকার হয়েছেন। তবে মৃত্যুর দিক থেকে ইতালি চীনকে শুধু ছাড়িয়েই যায়নি, প্রায় দ্বিগুণ মানুষ সেখানে প্রাণ হারিয়েছেন। চীনের ৩ হাজার ২৭৭ মৃত্যুর বিপরীতে ইতালিতে মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৭৭ জন। মৃত্যুর সংখ্যা বেশি হলেও ইতালিতে আক্রান্ত হয়েছেন চীনের চেয়ে কম, ৬৪ হাজার।
0 coment rios: