বুধবার, ২৫ মার্চ, ২০২০

করোনাভাইরাস এবার মিয়ানমারে

Image result for করোনাভাইরাস এবার মিয়ানমারে
করোনাভাইরাসে প্রথমবারের মতো কেউ আক্রান্ত হল মিয়ানমারে। দেশটিতে দুজনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।





আক্রান্ত দুজনের একজন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন, আরেকজন যুক্তরাজ্য থেকে। বয়স যথাক্রমে ৩৬ ও ২৬ বছর। আক্রান্ত এই দুজনের সংস্পর্শে কারা এসেছেন, তা খোঁজ করতে মাঠে নেমেছে দেশটির সেনাবাহিনী।
যে চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তি সেই চীনের সঙ্গে বিশাল এলাকাজুড়ে সীমান্ত রয়েছে মিয়ানমারের। তারপরও এতদিন দেশটি এই ভাইরাসের সংক্রমণের শিকার হয়নি। পৃথিবীর ১৭৫ দেশে ছড়িয়ে পড়ার পরও মিয়ানমার থেকে আক্রান্তের কোনো খবর আসছিল না। অবশেষ গতকাল রাতে আক্রান্তের খবর নিশ্চিত করল দেশটির প্রশাসন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: