সোমবার, ২৩ মার্চ, ২০২০

শিক্ষাপ্রতিষ্ঠান ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে সঙ্গতি রেখে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। অবশ্য ৩১ মার্চ পর্যন্ত আগেই সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আকরাম-আল-হোসেন বলেন, সাধারণ ছুটির ঘোষণা অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামীকাল ২ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির সঙ্গে সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর পর ৩ ও ৪ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে। ফলে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: