নেপালে এখন পর্যন্ত মাত্র দুইজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর কয়েক ঘণ্টা পর পুরো দেশ লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।


সোমবার করোনা নিয়ন্ত্রণ ও সংক্রমণ রোধে দেশটির সরকার গঠিত উচ্চ পর্যায়ের সমন্বয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে ৩১ মার্চ পর্যন্ত পুরো দেশ লকডাউন থাকবে।
জানা যায়, সোমবার নেপালে ফ্রান্স ফেরত এক তরুণীর শরীরে কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এরপরই পুরো দেশ অবরুদ্ধ করার ঘোষণা দেয়া হয়।
এর আগে গত ১৩ জানুয়ারি গলায় জ্বালাপোড়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন চীনফেরত এক শিক্ষার্থী। এর দশ দিন পর ওই শিক্ষার্থীর শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়ে। প্রায় আড়াই মাস পর দ্বিতীয় রোগী ধরা পড়লো।
কোভিড-১৯ রোগী মাত্র দুইজন হলেও এর সংক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটি। রাজধানী কাঠমুন্ডুতে সেনাবাহিনীর সদরদপ্তরে মডেল কোয়ারেন্টাইন জোন তৈরি করা হয়েছে। সেখানে অন্তত ৫৪টি তাঁবু আছে। প্রতিটিতে দুইজন করে রোগী থাকতে পারবে।
0 coment rios: