সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক কাজী মারুফ।
![]() |
চিত্র নায়ক কাজী মারুফ |
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন তারা। সেখানেই তারা আইসোলেশনে আছেন। মারুফের বাবা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মারুফ ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে তারা অসুস্থতার প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিউইয়র্কে অবস্থান করা মারুফ ও তার স্ত্রী এই মুহূর্তে আইসোলেশনে আছে বলেও জানান কাজী হায়াৎ।
তিনি আরো জানান, গত ২১ মার্চ প্রথম তার স্ত্রী করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়। এর চার দিন পর মারুফের শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বরের প্রাথমিক ওষুধই তারা সেবন করছেন।
ছেলে ও ছেলের বউয়ের জন্য ভক্তদের কাছে দোয়াও চেয়েছেন কাজী হায়াৎ। প্রসঙ্গত, স্থানীয় সময় অনুসারে শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে অন্তত ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে সেখানকার বাংলাদেশি কমিউনিটির লোকজন মৃতের সংখ্যা আরো বেশি হবে বলে মনে করছেন।
0 coment rios: