বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০


মেসি নয়, রোনাল্দোই সেরা, বলছেন পেলে 
রিও দি জেনেইরো‌: মেসি বনাম রোনাল্দো বিতর্কের অবসান ঘটালেন তিনি। তবে, বিশ্ব ফুটবলের 'সেরা' বাছতে বসে পেলে ছাড়া আর কেউকে খুঁজে পেলেন না। বক্তা আর কেউ নন, খোদ ফুটবল সম্রাট পেলেই।
পিলাদো নামে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পেলে বলেছেন, 'বর্তমানে সেরা ফুটবলার অবশ্যই ক্রিস্তিয়ানো রোনাল্দো। তার একটাই কারণ, ও অসম্ভব ধারাবাহিক। তবে, মেসির অবদানের কথা ভুলে গেলে কিন্তু চলবে না। পাশাপাশি, এটাও মাথায় রাখতে হবে যে, মেসি কিন্তু স্ট্রাইকার নয়।'
গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে শাসন করে আসছেন এলএম টেন ও সিআর সেভেন। মেসি বড় না রোনাল্দো, কিংবদন্তিদের বারবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কিন্তু কেউই এ নিয়ে ইতিবাচক কোনও মতামত দেননি।
বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার কে? পেলে বলেছেন, 'এই প্রশ্নটা আমাকে বারবার করা হয়। এটার উত্তর দেওয়া সত্যিই কঠিন। ব্রাজিলের দিক থেকে যদি দেখা যায়, জিকো, রোনাল্দিনহো, রোনাল্দোদের (বড়) মতো প্লেয়ারদের নাম করতেই হবে। আবার ইউরোপের দিক থেকে দেখলে, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার আর জোহান ক্রুয়েফের নাম আসবে। তবে এটা তো আমার দোষ নয়। আমার তো মনে হয়, সবার মধ্যে থেকে সর্বকালের সেরা ফুটবলার বাছতে বসলে পেলের নামটাই বলতে হবে।'
৭৯ বছরের পেলে ইদানিং কার্যত ঘরবন্দিই থাকেন। হিপে অস্ত্রোপচারের পর খুব বেশি চলাফেরাও করতে পারেন না। হুইল চেয়ারে বসে কাটাতে হয় বেশিরভাগ সময়। বাইরের দুনিয়ার সঙ্গে যে কারণে যোগাযোগ অনেক কমে গিয়েছে। আর তাই, পেলের ছেলে এদিনহো বলেছেন, তাঁর বাবা অবসাদে ভুগছেন। পেলে নিজে বলেছেন, 'অস্ত্রোপচারের পর অনেক স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। যেটা আমার পরিবারকে কিছুটা হলেও চিন্তায় ফেলেছে। তবে সব কিছুর পরেও আমি নিজের মতো করে কাটানোর চেষ্টা করছি। এটাই আমার কাছে বড় ব্যাপার।'

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: