দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টা আক্রান্ত হয়েছেন ৬ জন, একদিনে এখন পর্যন্ত যা সর্বোচ্চ। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১ জনের। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩৩ এবং মৃতের সংখ্যা ৩। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর থেকে এই তথ্য জানানো হয়।
কোন জেলায় কতজন আক্রান্ত সেই তথ্যও তুলে ধরেন আইইডিসিআরের পরিচালক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ৩৩ জনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকায়, তারপর মাদারীপুর। জেলাওয়ারি এই সংখ্যাটা হলো ঢাকা-১৫, মাদারীপুর-১০, নারায়ণগঞ্জ-৩, গাইবান্ধা-২, চুয়াডাঙ্গা-১, গাজীপুর-১, কুমিল্লা-১।
ব্রিফিংয়ে আরো জানানো হয়, আক্রান্ত হওয়া ৩৩ জনের মধ্যে বিদেশফেরত ১৩ জন। এর মধ্যে ইতালি থেকে এসেছেন ৬ জন, যুক্তরাষ্ট্র থেকে ২ জন, ইতালি ছাড়া ইউরোপের অন্যান্য দেশ থেকে ২ জন, ভারত থেকে ১ জন, বাহরাইন থেকে ১ জন এবং কুয়েত থেকে ১ জন। বাকী ২০ জন বিদেশ ফেরত না হলেও কোনো না কোনোভাবে উপরের ১৩ জন থেকে সংক্রমিত হয়েছেন।
0 coment rios: