
ইংলিশ লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল: ইংলিশ লিগে ১৯ দলের অংশগ্রহণে এক মৌসুমে সর্বোচ্চ ৩২টি গোল করেছিলেন ম্যানইউ ফরওয়ার্ড ডেনিস ভায়োলেট। এরপর লিগ দেখেছে ২২ দলের অংশগ্রহণ। ১৯৯৩ সালে প্রিমিয়ার লিগ যুগের দ্বিতীয় মৌসুমের দলের সংখ্যাটা নেমে আসে কুড়িতে।
এখন পর্যন্ত লিগ চলছে ৩৮ রাউন্ডেই। যেখানে এক মৌসুমে সর্বোচ্চ ৩১টি গোল করেছিলেন রোনালদো। ২০০৭-০৮ মৌসুমে ৩৪ ম্যাচ খেলে কীর্তিটা গড়েছিলেন পর্তুগিজ সেনসেশন। ২০ দলের অংশগ্রহণে ‘সিআর সেভেনে’র ওই রেকর্ড এখনো ভাঙতে পারেননি ম্যানইউর কোনো ফুটবলার।
রেড ডেভিলসদের ইতিহাসে সবচেয়ে সফল ফুটবলার রোনালদো। সাত নাম্বার জার্সি পড়ে যে যাত্রা তিনি শুরু করেছিলেন প্রথমদিকে তা ছিল অনেকটাই দুর্গম। লিগের প্রথম আট ম্যাচে গোলই করতে পারেননি রোনালদো। অবশেষে নবম ম্যাচে এসে বার্মিংহাম সিটির জালে ঠিকানা খুঁজে নেন তিনি।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রোনালদোকে। শুরুর ধাক্কা সামলে রোনালদো এক মৌসুমে ক্লাবের হয়ে ৪২টি গোল করেছিলেন ৪৯টি ম্যাচ খেলে। পর্তুগিজ উইঙ্গারের পর ম্যানইউর কোনো ফুটবলারই এক মৌসুমে এতগুলো গোল করতে পারেননি।
ইউরোপিয়ান গোল্ডেন সু জয়: ২০০৭-০৮ মৌসুমে ইউরোপের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন সু জেতেন রোনালদো। ওই মৌসুমে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটও উঠেছিল তার হাতে। রোনালদোর আগুনঝরা পারফরম্যান্সে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছিল লিগ শিরোপা।
পর্তুগিজ তারকা মৌসুম শেষ করেছিলেন ছয়টি ব্যক্তিগত ট্রফি জিতে। রোনালদোর আগে ম্যানইউর কোনো ফুটবলার হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন সু জয়ের নজির ছিল ১৯৬৭-৬৮ মৌসুমে। সেই দিনটাই রোনালদো ফিরিয়ে এনেছিলেন ক্লাবের হয়ে। ২০০৮ সালে ক্লাবের চতুর্থ ফুটবলার হিসেবে তিনি জেতেন ব্যালন ডি’অর।
সর্বোচ্চ দামে বিক্রয়: ২০০৩ সালে ১৮ বছর বয়সী রোনালদোকে স্পোর্টিং লিসবন থেকে নিয়ে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে দলে টানতে রেড ডেভিলসদের খরচ হয়েছিল ১২.২৪ মিলিয়ন পাউন্ড। তৎকালীন সময়ে অংকটা বড়ই ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রাণভোমরাকে ধরে রাখতে পারেনি ইংলিশ জায়ান্টরা।
২০০৯ সালে রোনালদোকে কিনে নিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বিশ্ব রেকর্ড গড়ে ‘সিআর সেভেন’কে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে আসে স্প্যানিশ ক্লাবটি। তাকে বিক্রি করে রেকর্ড সর্বোচ্চ ৮০ মিলিয়ন পাউন্ড আয় করে ম্যানইউ। রোনালদোর পর অনেক ফুটবলারকেই বিক্রি করেছে ইংলিশ ক্লাবটি। কিন্তু এখনো রোনালদোর চেয়ে বেশি মূল্যে কাউকে বিক্রি করতে পারেনি তারা।
0 coment rios: