দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় আর কেউ আক্রান্ত হননি। সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির পরিচালক মীরাজাদী সেব্রিনা ফ্লোরা মহাখালী থেকে অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ বুধবার সকালে আক্রান্ত যে ব্যক্তি মারা গেছেন, তিনি গত ১৮ মার্চ থেকে চিকিৎসাধীন ছিলেন। তিনি পুরুষ, তার বয়স ৬৫ বছর। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর গত ২১ মার্চ তাকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে আনা হয়। তিনি আগে থেকেই ডায়াবেটিস ও প্রেশারে ভুগছিলেন।
এর ফলে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ জনে। আক্রান্তের সংখ্যা ৩৯ জনেই থাকলো। এর মধ্যে আরো দুইজন অর্থাৎ মোট সাতজন সুস্থ হয়েছেন।
0 coment rios: