
দেশে করোনাভাইরাস মোকাবেলায় এই ২৭ জন মিলে দান করলেন তাদের বেতনের অর্ধেক। টাকার অঙ্কে ৩১ লাখ টাকা। তবে এখান থেকে করবাবদ কাটা পড়বে ৫ লাখ। বাকি ২৬ লাখ জমা হবে সরকারি কোষাগারে, যা করোনাভাইরাস প্রতিরোধে কাজে লাগানো হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার সাব্বির খান।
বোর্ডের চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও নাঈম শেখ।
এর বাইরে জিম্বাবুয়ের বিরুদ্ধে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা হলেন- সাইফ হাসান, মাশরাফি বিন মর্তুজা, ইয়াসির আলী, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও নাসুম আহমেদ।
0 coment rios: