যত দিন যাচ্ছে, সংক্রমণের গতি ততই বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় ৬ হাজার মানুষ। সবশেষ (বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ১১টা) তথ্য অনুযায়ী, এই মহামারিতে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ১৭ হাজারেরও বেশি মানুষ।
মৃত্যুবরণ করেছেন প্রায় ৬০ হাজার।এখন পর্যন্ত এই মহামারি থেকে আরোগ্য লাভ করেছেন ২ লাখ ২৯ হাজার মানুষ। সে হিসেবে বর্তমানে করোনাভাইরাসের জীবাণু বহন করে চলেছেন ৮ লাখ ১০ হাজার ৬৬৭ জন।
এর মধ্যে স্থিতিশীল অবস্থায় আছেন ৭ লাখ ৭১ হাজার ২৭৬ জন এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন ৩৯ হাজার ৩৯২ জন।গত বছরের শেষ দিন অর্থাৎ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয় চীনের হুবেই প্রদেশের উহান শহরে। আজ পর্যন্ত সময়ের ব্যবধান ৩ মাস ৪ দিন।
এই সময়ের মধ্যে আক্রান্ত হল ১১ লাখ মানুষ। সে হিসেবে এখন পর্যন্ত প্রতিদিন গড়ে আক্রান্ত হয়েছেন অন্তত ১১ হাজার ৭০০ জন করে।প্রথমদিকে আক্রান্তের গতি অবশ্য মোটেও এমন ছিল না।
ইউরোপের নাগাল পাওয়ার পর এই ভাইরাস ছড়িয়ে পড়ে বিদ্যুৎ গতিতে। ইতালি, স্পেন, ফ্রান্সে দেদার আক্রান্তের পর এখন যুক্তরাষ্ট্রের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। এক যুক্তরাষ্ট্রেই বর্তমানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৮ হাজার!
0 coment rios: