শনিবার, ৪ এপ্রিল, ২০২০

করোনা: দেশে আরো ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯


প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে নয় জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার দুপুরে জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 
অনলাইন সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক মীরাজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের মধ্যে নয় জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 
এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালোা ৭০ জন। সেইসঙ্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ জন।তিনি আরো বলেন, তবে খুশির খবর হলো যে, দেশে আক্রান্তদের মধ্যে আরো চার জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হলেন ৩০ জন।গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: