রবিবার, ৫ এপ্রিল, ২০২০

করোনা আক্রান্ত হয়েছেন ৮৮ আপনার স্থানে নয়তো জেনে নিন

দেশে করোনাভাইরাসের বাড়বাড়ন্ত অব্যাহত আছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এরি মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে ১১ জেলায়।
সেগুলো হচ্ছে ঢাকা, মাদারীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কক্সবাজার, গাইবান্ধা, চুয়াডাঙ্গা,রংপুর,শরিয়কপুর ও চট্টগ্রাম। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ঢাকায়, তারপর মাদারীপুর ও নারায়নগঞ্জ।
ভয়াবহ পরিস্থিতি ধারন করার আগে সকলকে সাবধান হতে হবে।
নিম্মে তুলে ধরা হল জেলা ও স্থান অনুয়ায়ী সংখ্যা-
স্বারণী : COVID-19 বাংলাদেশে জেলা অনুযায়ী (৫ ই এপ্রিল ২০২০ পর্যন্ত)
জেলাসংখ্যা
ঢাকা৫৪
মাদিরিপুর১১
নারায়নগঞ্জ১১
গাইবান্ধা
গাজিপুর
চুয়াডাঙ্গা
কুমিল্লা
কক্সবাজার
শরিয়তপুর
রংপুর
চট্টগ্রাম
মোট৮৮
স্বারণী : COVID-19 ঢাকা শহর স্থান অনুযায়ী (৫ ই এপ্রিল ২০২০ পর্যন্ত)
ঢাকা শহরCOVIC-19 Cases
বাসাবো
তোলারবাগ,মিরপুর
সোয়ারীঘাট
বসুন্ধারা
ধানমন্ডি
যাত্রাবড়িী
মিরপুর ১০
মোহাম্মদপুর
পুরানা পল্টন
শাহ আলিবাগ
আসকোনা
বুয়েট এরিয়া
সেট্রাল রোড
ইস্কাটন
গুলশান
গ্রীন রোড
হাজারীবাগ
জিগাতলা
কাজিপাড়া
লালবাগ
মিরপুর
মগবাজার
মহাখালী
নিকুঞ্জ
রামপুরা
শাহাবাগ
উর্দ্দরোড
ওয়ারি
উত্তরা
মোট

সুত্রঃ আইইডিসিআর
৫২



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: