করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরার ওপর গুরুত্বারোপ করে আসছেন বিশ্বের সব চিকিৎসকরাই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে গত শুক্রবার হোয়াইট হাউসে আলোচনা হচ্ছিল এর গুরুত্ব নিয়ে। মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্যসহ উপস্থিত ছিলেন অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
সেখানে ট্রাম্প সাফ জানিয়ে দিলেন, আপনারা সবাই মাস্ক পরুন, আমি পরব না।কেন পরবেন না তার ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প, ‘হোয়াইট হাউসে আমাকে অনেক রাষ্ট্রপ্রধান, রাজা-রানীকে অভ্যর্থনা জানাতে হয়। মুখে মাস্ক লাগিয়ে আমি তাদেরকে অভ্যর্থনা জানাব, এটা হয় না।
তাছাড়া আপনি মাস্ক লাগান কিংবা না লাগান, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবেই। সুতরাং এর খুব বেশি প্রয়োজন মনে করছি না আমি। আপনি চাইলে পরুন, আমি ঠিক করেছি পরব না।’ ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ার তাদের এক প্রতিবেদনে ট্রাম্পের এমন মন্তব্য উদ্বৃত করেছে।
সেখানে ট্রাম্প সাফ জানিয়ে দিলেন, আপনারা সবাই মাস্ক পরুন, আমি পরব না।কেন পরবেন না তার ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প, ‘হোয়াইট হাউসে আমাকে অনেক রাষ্ট্রপ্রধান, রাজা-রানীকে অভ্যর্থনা জানাতে হয়। মুখে মাস্ক লাগিয়ে আমি তাদেরকে অভ্যর্থনা জানাব, এটা হয় না।
তাছাড়া আপনি মাস্ক লাগান কিংবা না লাগান, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবেই। সুতরাং এর খুব বেশি প্রয়োজন মনে করছি না আমি। আপনি চাইলে পরুন, আমি ঠিক করেছি পরব না।’ ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ার তাদের এক প্রতিবেদনে ট্রাম্পের এমন মন্তব্য উদ্বৃত করেছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) প্রথমে মাস্ক পরার ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু এবার তারা বলেছে ভিন্ন কথা।
দেশটিতে আক্রান্তের হার যখন বিদ্যুৎ গতিতে বাড়ছে তখন সুর পাল্টে প্রতিষ্ঠানটি বলল, লোকসমাগমে অবশ্যই মাস্ক পরতে হবে।ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য (বাংলাদেশ সময় রোববার ৫টা) অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৩৭ জন।
মৃত্যুবরণ করেছেন প্রায় সাড়ে ৮ হাজার। দেশটির নিউইয়র্ক রাজ্যের অবস্থা শোচনীয়। শুধু এই এক অঙ্গরাজ্যেই আক্রান্ত ১ লাখ ১৪ হাজার ৭৭৫ জন।
0 coment rios: