দেশে করোনাভাইরাসের
বাড়বাড়ন্ত অব্যাহত আছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬১ জন। এর মধ্যে পুরুষ ৩৮,
নারী ২৩। সংক্রমণ ছড়িয়ে পড়েছে ৯ জেলায়।
সেগুলো হচ্ছে ঢাকা, মাদারীপুর, গাজীপুর,
নারায়ণগঞ্জ, কুমিল্লা, কক্সবাজার, গাইবান্ধা, চুয়াডাঙ্গা ও চট্টগ্রাম। এর মধ্যে
সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ঢাকায়, তারপর মাদারীপুর।
গত ৮ মার্চ দেশে
প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছিল। সবশেষ গতকাল
শুক্রবার নতুন ৫ জনের শরীরে এই ভাইরাসের জীবাণু পাওয়া যায়। মোট ৬১ জনের মধ্যে ২৫
জন সুস্থ হয়ে উঠেছেন।
চিকিৎসাধীন আছেন ২৯ জন। এর মধ্যে ২২ জন রয়েছেন হাসপাতালে এবং
৭ জন নিজেদের বাসায়।স্বাস্থ্য
অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।প্রথমবার
যিনি আক্রান্ত হয়েছেন তিনি মাদারীপুরের বাসিন্দা। এরপর করোনাভাইরাসে আক্রান্ত রোগী
শনাক্ত হয় নারায়ণগঞ্জে।
বর্তমানে এটি ৯ জেলায় ছড়িয়েছে। এর মধ্যে ঢাকায় আক্রান্ত
হয়েছেন ৩৬ জন, মাদারীপুরে ১০, নারায়ণগঞ্জে ৪, গাইবান্ধায় ৪ জন। ১ জন করে আছেন
গাজীপুর, কুমিল্লা, কক্সবাজার, রংপুর ও চুয়াডাঙ্গা জেলায়।ঢাকায়
৩৬ আক্রান্তের মধ্যে মিরপুরের ৯ জন। এর মধ্যে মনিপুরে ৫, সেনপাড়ায় ২, মিরপুর ১০ ও
১১ নম্বরে ১ জন করে।
এছাড়া বাসাবোতে ৪ জন, বাংলাবাজারে ৩ জন রয়েছেন। ২ জন করে আছেন
মোহাম্মদপুর, লালমাটিয়া, মগবাজার, হাজারীবাগ, উত্তরখান ও উত্তরায়।
১ জন করে আছেন
আজিমপুর, যাত্রাবাড়ী, কলাবাগান, রামপুরা, মহাখালী, বনানী, বারিধারা, খিলক্ষেতে।আক্রান্তদের
মধ্যে বিদেশফেরত ১৬ জন। এরমধ্যে ইতালির ৬ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, সৌদি আরবের ২
জন। ১ জন করে রয়েছেন ভারত, ফ্রান্স, জার্মানি, কুয়েত ও বাহরাইনের।
0 coment rios: